Skip to main content

Posts

All Post in One page | | Sorted by Label

 All Post in One page | | Sorted by Label EEE Electronics | Circuits Materials | Nano Technology Apps | Software Coding Tutorials LINUX-UBUNTU WINDOWS Machine Learning Books Info Data PDF My Diary আমার-বইপড়া
Recent posts

"User Friendly Forms"

I particularly value its adaptability, simplicity, and abundance of template options. They offer excellent customer service and are constantly coming up with new ways to improve their forms. I discover a lot of advantages to support my HR operations at the inexpensive monthly cost. Form "conditions," which serve to streamline the user experience, are my favorite thing. Although it appears so obvious to have, many other forms do not have the conditional formatting component. G2.com hosts and collects reviews.  Simple and easy to use, with a wide variety of pre-installed widgets. The integration of Google Sheets is fantastic, and the Reports tool makes generating presentations unnecessary. No knowledge of HTML, PowerPoint, or Excel is required! Share or embed links with ease. Integrating otform into my Wordpress websites is really simple. This is an important part since I use these forms to record phone calls made by my staff. They can quickly provide my clients information in

অভিনন্দন সকল ২ক১৬ কে । নতুন পথ চলার জন্য অগ্রিম শুভ কামনা । আমি একদম আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে .............

  অভিনন্দন সকল ২ক১৬ কে । নতুন পথ চলার জন্য অগ্রিম শুভ কামনা । আমি একদম আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে । ---------------------------- Jikrul Sayeed p t r s d S A 1 i 0 t 7 p m i 8 r 4 1 i t l f 2 3 u       ·   Sakib  আর  Rafiu  দেখে সাহস নিয়ে লেখা অভিনন্দন সকল ২ক১৬ কে । নতুন পথ চলার জন্য অগ্রিম শুভ কামনা । আমি একদম আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে । অনেক ফ্রাংক ইনফো ও থাকবে । প্রথমে বের হয়েই করনার মধ্যে পড়ে গেছিলাম আমরা । বাসায় ছিলাম । আর কমন একটা ব্যাপার অনেকের জন্য যে বাসায় পড়া হয় নাহ কোন কিছুই । বের হওয়ার পর সব থেকে যেটা বেশি ফেচ করছি তা হইলো, কই যাব কি করবো . উচ্চশিক্ষা নাকই জব , জব নাকি উচ্চশিক্ষা । আর বলে রাখা ভালো অন্য এভারেজ সবাই এই স্টেজ টা পার করেই তবে যত দ্রুত সিদ্ধান্ত নেয়া যায় ততই ভালো । বের হবার পর এট লিস্ট এক মাস নিজেকে সময় দেয়া উচিত । এট লিস্ট আশে পাশে না দেখে নিজেকে সময় দেয়া উচিত । নিজেই ঠিক করা উচিত যে আমি কি করতে চাচ্ছি আর কি করতে যাচ্ছি । ফ্রাংক্লি স্পিঙ্কিং এই সময় টায় সব থেকে বেশি হতাশ লাগবে কারণ পাশের ব্যাচমেট ই দেখা যাবে জবে ঢুকে

আমার কিছু কাজ যা আমার আশে পাশে থাকা মানুষ বুঝতে পারে নাহ কিন্তু ডিসিশন নিয়ে নেয় সেই বেপারে।

 আমার কিছু কাজ যা আমার আশে পাশে থাকা মানুষ বুঝতে পারে নাহ কিন্তু ডিসিশন নিয়ে নেয় সেই বেপারে।   এই ধরেন আমি হেড ফোন কানে লাগিয়ে অলমোস্ট সারাদিন ইন্সট্রুমেন্টাল টোন শুনি বা গান ও চলে কখনো, ইভেন একি গান আমি হাজার বার প্লে করি, আসলেই হাজার বার।  কিন্তু আপনি আমাকে এক লাইন বলতে বললে আমি পারবো না বলতে ইভেন মনেও করতে পারবো নাহ আমি কি শুনছিলাম,  আসলে আমি গান/ইন্সট্রুমেন্টাল শুনি নাহ, আমি বাইরের নয়েজ বা রুমের নয়েজ যাতে আমার কাজে ব্যাঘাত না ঘটে তাই নয়েজ ক্যান্সেলেশন এর জন্য চালাই সারাদিন।   এর পর ধরেন আমি লাইট অন করে ঘুমাই।  আমার রুম মেট রা তো এক রকম বিরক্ত আমার উপর,  যদিও এখন অভ্যাস এ পরিবর্তন আনছি।  তবে লাইট অন বা অফ করলে আমার কোন ইফেক্ট পড়ে না ঘুমে।  আমি ডিপ স্লিপ এ বিশ্বাসী।  আমি ৪ ঘন্টা ঘুমালে ৪ ঘন্টাই আমার ডিপ স্লিপ হতে হবে।  ঘুমাইতে যেয়ে ২ ঘন্টা এদিক সেদিকে আমি বিশ্বাসী নাহ,  এজন্য লাইট অন রাখলে চোখ খুললেই যাতে অটো অফ হয়ে যায় তাই জ্বালায় রাখতাম।   এর পর ধরেন আমি ঘড়ি ধরে ১২/১ টায় এভাবে কখনো ঘুমাই নাহ।  আমার ব্রেন যতকক্ষন পর্যন্ত টায়ার্ড না হয় ততক্ষন পর্যন্ত আমি কম্পিউটার এ কাজ করতে পছন্দ কর

আমি যখন আমার প্রথম চাকরি টা ছাড়ি সেটা ৮ দিনের মাথায়, দ্বিতিয়টা ১৪ দিনের মাথায়, এর পরের এরকম আরো চলতে থাকে।

আমি যখন আমার প্রথম চাকরি টা ছাড়ি সেটা ৮ দিনের মাথায়,  দ্বিতিয়টা ১৪ দিনের মাথায়,  এর পরের এরকম আরো চলতে থাকে।  প্রথমটা ছাড়ার পর আমি কোন জবে ঢোকার আগে সবার প্রথম খোজ নেয়া শুরু করি ঐ প্রতিষ্ঠান এর লুপ হোল গুলা কি আছে সিস্টেম এ।  ঐ প্রতিষ্ঠান এ পরিবেশ কেমন, ঐ প্রতিষ্ঠান এর প্রফেশনালিজম কেমন।  যেমন এর পরে এক প্রতিষ্ঠান র এইচার আমাকে ফোনে বলছিলো আপনাকে চাঁদপুর এ যাইতে হবে নাহ আপনি চান্দে যেয়ে জব করেন। আমি রিএক্ট করি নাই বলছিলাম জ্বি স্যার ঠিক বলেছেন।  এর পর এক প্রতিষ্ঠান এ ৮ ঘন্টার ৬ ঘন্টা দাঁড়ায় ডিউটি করেও বস বলেছিলেন তোমার বডি ল্যাংগুয়েজ দেখে মনে হচ্ছে না তুমি জব করতে পারবা।  চাইলে আমি তর্ক করতে পারতাম,  আমি পরের দিন ওনার সুপিরিয়র এর কাছে রিজাইন লেটার দিয়ে চলে এসেছিলাম।  এরকম অনেক গল্প আছে,  যারা আমাকে চেনেন, জানেন আমি পরিশ্রম করতে পারি কিনা।  আমার সমস্যা হচ্ছে আমি প্রচন্ড একরোখা টাইপ।  এই যে গ্রীন এ আমি এতদিন আছি,  আমিও কখনো ভাবি নাই আমি এতদিন থাকতে পারবো।  প্রথম যেদিন আইডি কার্ড এর জন্য ছোট্ট একটা ঘটনা ঘটে ঐ দিন ভাবছিলাম বাসায় এসে পুরাতন রিজাইন লেটার টার টপ পেজ এর কয়েক লাইন মনে হয় এডিট ক

আমার মত অনেকে আছেন যারা জীবনের সব থেকে বড় একটা সিদ্ধান্ত অনেকটা নিজের উপর বিশ্বাস রেখেই নিয়ে থাকে আর তা হলো পরিবার এর সবার মতের বাইরে যেয়ে ঢাকার বাইরে পড়তে যাওয়া ।

আমার মত অনেকে আছেন যারা জীবনের সব থেকে বড় একটা সিদ্ধান্ত অনেকটা নিজের উপর বিশ্বাস রেখেই নিয়ে থাকে আর তা হলো পরিবার এর সবার মতের বাইরে যেয়ে ঢাকার বাইরে পড়তে যাওয়া ।  হ্যা ঠিক ধরেছেন । আমি অন্যদের কথা বলতে পারবো নাহ কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার জেদ বা ফ্যাসিনেশন থেকে আমার ক্লাস এর অনেকেই আছেন যারা রাজধানীর বাইরে গেছেন পড়তে, রাজধানীতে থাকার সুযোগ পেয়েও বা নিজের বাড়ির আশে পাশে পেয়েও ।  শুরুটা হয় বাসা থেকে ৩০০/৪০০ কিমি দূরে যেয়ে শুরু করা পথ ।  আমাদের চিন্তা ভাবনায় তখনো কলেজ এর আচ থেকেই যায় । জাস্ট কলেজ পাশ করা , স্বপ্নে বিভর এক ছেলে বা মেয়ে কত শত আশা নিয়ে যায় দূর পথ পাড়ি দিয়ে ।  এর পর ??  এর পরের গল্প টা খুলে বলি হয়তো গল্প মিলে যাবে অনেকের সাথে আবার এখনকার গল্প আরো ভিন্নতরো হতে পারে আবার আরো ডাউনগ্রেডেড ও হতে পারে ।  ভাবেন তো, আপনার জন্ম দিনে, ক্লাস শুরুর আগে আপনার ডাক পড়েছে পরচিত হতে হবে । নিজের নাম পরিচয় নতুন করে দেয়া শিখতে হবে । শিখতে হবে কিভাবে নম্র ভদ্র হতে হবে । শিখতে হবে আরো বিচিত্র তথ্য । পারফর্ম করতে হবে নানান পার্ফরমেন্স । কিন্তু বিষয়টা তত টুক পর্যন্তই ঠিক থাকে যতক্ষন পর্যন্ত একটা মান

NEW OS - LINUX ZORIN OS 16.1 CORE

 NEW OS - LINUX ZORIN OS 16.1 CORE তো আজকে দ্বিতীয় দিন হলো পুরাদমে নতুন একটা ডিস্ট্রো মানে সহজ কথায় অপারেটিং সিস্টেম চালানোর । অবশ্য এত আগে বলা ঠিক নাহ তার পরেও আমার চালানো অন্য সব রিসেন্ট ডিস্ট্রোর থেকে ফার বেটার এই " Zorin OS 16.1 Core " । আসলেই ফার বেটার যদি XFCE এর বদলে GNOME চালাচ্ছি তার পরেও এখনো এক বারো মনে হয় নাই ল্যাগ করতেছে । আর যেহেতু উবুন্টুর উপর বেজ করে বিল্ড তাই আশা করা যায় স্টাবিলিটি খারাপ হবে নাহ । দেখা যাক কতদিন ভালো সাপোর্ট দেয় । তবে আপনার ল্যাপটপ বা ডেক্সটপ যদি পুরাতন হয় তাইলে একার XFCE হিসাবে "ZORIN OS" LITE ট্রাই করে দেখতে পারেন বা খুব ভালো গ্রাফিক্যাল ভিউ পাইতেচাইলে GNOME ও ডিয়ে দেখতে পারেন হতাশ হবেন নাহ আশা করি । রিসেন্ট অনেক রিভিউ এ দেখলাম নতুন নতুন OS গুলান ইউজার ফিডব্যাক থেকে অনেক কিছু প্রি সেটাপ করেই দিছে যাতে নতুন করে টুইক করার খুব একটা প্রয়োজন পরে নাহ আগের মতন । যাই হোক অনেক মানুষকে দেখলাম এই OS er খুব ভালো রিভিউ করছেন আসলেই ঠিক ই করছেন । জাস্ট এক কথায় জোস একটা OS.   Visit: https://zorin.com/ [Night Mode is ON & time of Capturing scr