Skip to main content

অভিনন্দন সকল ২ক১৬ কে । নতুন পথ চলার জন্য অগ্রিম শুভ কামনা । আমি একদম আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে .............

 

অভিনন্দন সকল ২ক১৬ কে ।
নতুন পথ চলার জন্য অগ্রিম শুভ কামনা ।
আমি একদম আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে ।

----------------------------

Jikrul Sayeed

Sakib আর Rafiu দেখে সাহস নিয়ে লেখা
অভিনন্দন সকল ২ক১৬ কে ।
নতুন পথ চলার জন্য অগ্রিম শুভ কামনা ।
আমি একদম আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে । অনেক ফ্রাংক ইনফো ও থাকবে ।
প্রথমে বের হয়েই করনার মধ্যে পড়ে গেছিলাম আমরা । বাসায় ছিলাম । আর কমন একটা ব্যাপার অনেকের জন্য যে বাসায় পড়া হয় নাহ কোন কিছুই ।
বের হওয়ার পর সব থেকে যেটা বেশি ফেচ করছি তা হইলো, কই যাব কি করবো . উচ্চশিক্ষা নাকই জব , জব নাকি উচ্চশিক্ষা ।
আর বলে রাখা ভালো অন্য এভারেজ সবাই এই স্টেজ টা পার করেই তবে যত দ্রুত সিদ্ধান্ত নেয়া যায় ততই ভালো ।
বের হবার পর এট লিস্ট এক মাস নিজেকে সময় দেয়া উচিত । এট লিস্ট আশে পাশে না দেখে নিজেকে সময় দেয়া উচিত । নিজেই ঠিক করা উচিত যে আমি কি করতে চাচ্ছি আর কি করতে যাচ্ছি । ফ্রাংক্লি স্পিঙ্কিং এই সময় টায় সব থেকে বেশি হতাশ লাগবে কারণ পাশের ব্যাচমেট ই দেখা যাবে জবে ঢুকে গেছে বা বাইরে চলে গেছে অনেকে যদের প্রিপারেশন টা অনেক আগে থেকেই ।
সমস্যা নাই ভাই , আপনি খালি আপনার টাই চিন্তা কররেন তাইলেই হবে ।
যদি আমার মত কনফিউজড থাকেন যে শুরুতে এমসেসি সাথে জিয়ারির পড়া দেন বেসরকারি চাকরি দেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেন অটোনোমাস বা সরকারিতে ।
হ্যাঁ আমি সব গুলাতেই মুভ করেছি , বলতে পারেন সময় ই বাধ্য করেছে আমাকে মুভ কড়তে । স্বল্প সময় এর অভিজ্ঞতাই আমার । তার পরো শেয়ার করই অনেকের উপকার হতে পারে ।
যদি চিন্তা থাকে বা অন্য কোন প্রয়োজন থাকে তাহলে যেটা হবে শুরুতেই আপনার চাকরি দরকার হবে এবং তা যত দ্রুত সম্ভব । এখন কিভাবে পারবেন দ্রুত চাকরি যোগাড় করতে সেটা দিয়ে শুরু করবো । মানে শুরুটা আমি বেসরকারি টেকনিক্যাল চাকরির কথা দিয়ে শুরু করবো । একটা কথায় সবাইকেই মনে রাখা লাগবে তা হলো চেহারা দেখে তোমাকে আমাকে চাকরি দিবে বা আমার প্রতিষ্ঠান দেখে চাকরি দিবে এটা ভুইলা যান । একদম ভুলে যাওয়া লাগবে , যার যেখানে যোগ্যতা আছে সেখানেই হবে । আমি কিছু স্ক্রিনশট ও শেয়ার করবো যেটাতে আমাদের যারা নতুন বের হয়েছে তাদের সুবিধা হতে পারে রেফারেন্স এর জন্য ।
বেসরকারি চাকরী তবে নিজের ফিল্ড / টেকনিক্যালঃ
১। আজকেই ফেচবুক সোশ্যাল মিডীয়ার কথা ভুলে যান । সুন্দর দেখে একটা মেইল খুলে ফেলেন । আগের মেইলে স্পামিং করে থাকলে সেগুলান এর কথা ভুলে যান । একদম নতুন মেইল দিয়েই শুরু করা ভালো না হলে মেইল দিলে তা স্পাম এ যাওয়ার রিস্ক থাকে । মেইলের নাম সুন্দর হতে হবে যেমন আমার জবের মেইল হচ্ছে jikruleeekuet@gmail.com
২। বিডি জবস এ একাউন্ট খুলতে হবে , সব ইনফো সাজাতে হবে খুব ভালো করে । ফোনেও এপ ইন্সটল করতে হবে । এ ছাড়া কিছু সাইট এ সরাররি এপ্লাই করা যায় সেগুলোন একটু ঘেঁটে খুঁজে বের করে ফেলেন । ব্যাট , সাম্যাং, জেটীয়াই, ইউনিলার ইত্যাদি দের নিজস্ব ওয়ব আছে । নিজে যেসব জবে নিজেকে দেখতে চাই সেসব এ এপ্লাই করতে হবে । যা পাইলাম এপ্লাই করলাম এই অভ্যাস বাদ দিতে হবে । আমি এখন পর্যন্ত মানে গত দুই বছরে ৮১ টা জবে এপ্লাই করেছি শুধু বিডীজবেস এ । এর মধ্যে টোটাল ১১ টাতে কনফার্মেশন পাইছিলাম বিডি জবস থেকে অনেক কোম্পানি সিভি কালেক্ট করে । অনেক এ শুধু সার্কুলার টা দেয় আর বাকি ইনফো নিয়ে আলদা ভাবে মেইল দিতে হবে । তবে অনেক কোম্পানি আমি এপ্লাই করই নাই যেমন আমাদের সময় ওয়াল্টন e বণ্ড ছিল ৫ বছরের তাই এপ্লাই করই নাই তা এখন নাই সো এপ্লাই করতে পারো । প্রাণ আর এফ এল, বসুন্ধরাতে মেঘনাতে এপ্লাই করা হয় নাই মিস গাইড এর জন্য , এখন ওরাও অনেক অনেক ইম্পুরভ করছে সো এখন আরও স্কোপ বেড়েছে ।
৩। লিঙ্কডিন আইডি না থাকলে আজকেই খুলে ফেলো । আর শুধু খুললেই হবে নাহ খুব ভালো ভাবে সাজায় ফেলো ইনফো আছে তা দিয়ে , আমি এর পিছনে নতুন করে সময় দেই নাই কারণ অনেক শুরু থেকেই সিনিয়ার দের কথা অনুযায়ী সাজায় ফেলছিলাম । আমার নিজের আইডি কে খুব খারাপ ও বলা যাবেনাহ আবার অনেক জোস এরকম ও নাহ আমি দুইটা আইডির লিংক দিচ্ছি রেফারেন্স হিসাবে কাজে দিবে । আমারঃ https://www.linkedin.com/in/jikrulsayeed/ আমার বন্ধুরঃ https://www.linkedin.com/in/rayidhasan/
শুনে অভাক হবেন আমার প্রথম জব বাংলা ট্রাক পাওয়ার এর তা লিঙ্কডীন থেকে এপ্লাই করেই এসেছিলো । আমি টোটাল ৩১ টা জবে এপ্লাই করেছিলাম লিঙ্কডীন থেকে । এর মধ্যে অনেকেগুলান এর ভাইভা এটেন্ড করার সুযোগ হয়েছিলো । অবশ্যই স্যালারি দেয়ার আগে জেনে নিবেন সিনিয়ার দের কাছে তারা কেমন অফার করে । অন্য এভারেজ আমরা ধরে নেই যে আমাদের যদি ২৫ দেয় তাহলে ৩৫-৪৫ দেয়াই ভালো এপ্লাই করার সময় আর তার থেকে বেশি তারা দিলে আমাদের ও বেশি দেয়াই ভালো ।
৪। সিভি এবং/অর রেজুমি বানান । পারলে তা সিনিয়ার দের থেকে রিভিউ করে নেন । কারন এতে অনেক ভুল সংশোধন হয়ে যায় । আমার প্রথম সিভি থেকে বর্তমান সিভিতে আস্তে টোটাল ১৫ টা ভার্সন পার করে আস্তে হইছে । আর অবশ্যই আপনার এপ্লাই করা সেক্টর এর উপর ডিপেন্ড করে সিভি বানান । করতেছেন এপলাই পাওয়ার প্লান্ট এ আর দিলেন থিসিস ইনফো সবার আগে তাইলে কিন্তু ভাই হবে নাহ । আপনাকে সিরিয়াল ঠিক করা লাগবে । অনেক সিনিয়ার ভাই এই ব্যাপারে আমাদের ভালোই হেল্প করেছেন । সিনিয়ার দের নক দিয়ে খোস গল্প করার দরকার নাই ডিরেক্ট নাম পরিচয় সালাম দিয়ে আপনার প্রয়োজন টা ভদ্র ভাবে জানান উনি সময় বের করে আপনাকে হেল্প করবেই । (সিভি কপি করার দরকার নাই , নিজেই বানান দেখবেন অনেক ভালো হয়ে যাবে কয়েকটা ভার্সন গেলেই ) ।
৫। যদিও এটা অপশনাল তবে পারলে একটা ওয়েবসাইট বানায় ফেলেন নিজের পোর্টফলিও দিয়ে । সিভিতে গার্বেজ দেয়ার থেকে নিজের কাজের কিছু দেয়া ভালো । আমি আমার বন্ধুর ফরম্যাট হুবহু কপি (বন্ধুর কে বলেই কপি করছিলাম , যদিও এখন তার টা চেঞ্জ হয়েছে : https://rayidlab.com/ হায়ার স্টাডির ক্ষেত্রে এটার গুরুত্ব আছে পরে কেউ এটা আরও ভালো বলবে ) করছিলাম শুধু নিজের ইনফো এড করে (গরিব হলেও থাকলে চলবে আফাতত পরে টাকা হলে ডোমেইন কিনবেন, আমার পোর্টফলিওঃ https://sites.google.com/view/jikrul-sayeed)
6. Install Grammarly on your PC, send a pdf file, scan all of your certificate and other documents, scan your signature, capture a formal picture and store it as a soft copy.
এইতো যা যা দরকার মাঠে সব রেডি হয়ে গেছে । এরখন আসল কথায় আসেন । বড় ভাই এলাম্নাই এ পোস্ট দিয়েছে আর আপনি মেইল নিয়ে জাস্ট সিভি এড করে দিলেন, এমন করলে মন চায় না কারো খুইলা দেখতে । কিছুটা প্রফেশনালিজম মেইন টেইন করেন । ফর্মাল বডী দিয়ে সিভি পাঠান (একটা ডেমো বডী আমি স্ক্রিনশট এ দিলাম ) । দুইটা কথা হইলেও লিখে দেন । আর এটাচ ফাইল এর নামে রিনেম কইরলেন । জাস্ট ফাইল.পিডীএফ টাইপ কিছু না দিয়ে এভাবে লিখতে পারও (jikruleeekuet2k15.pdf or jikruleeekuet.pdf ) । এটা কিন্তু কমন সেন্স যে ভাই আপনার সিভি নিয়ে রিনেম করে করে রাখবে নাহ । এত সময় এইচার এর হাতেও নাই । আর একটা ব্যাপার কিছু ক্ষেত্রে কভার লেটার দিতে হয় সেটাও একটা ফরম্যাট দাড় করাইতে পারেন । আমি ইমেইল এ সব সময় একটা ইন্টারনার ট্রাকার ইউজ করতাম যেটা শুধু হাইড ভাবে এড হয়ে যেত । সেটা হচ্ছে (Email tracker by সনি) । এমন একটা সিগনেচার এড করবেন যেটা দৃষ্টিকটূ না লাগে মেইল এর শেষ এ । আর ভাই বোনের একটা নাম্বার ব্যাবহার করেন যে নাম্বারে সব এইচার আপনাকে ফোন করে পাবে । এই সিম টা সব সময় খোলা রাখার চেষ্টা করুন ।
এ তো গেল এপলাই এর যত যক্কি যামেলা । বিশ্বাস করেন যদি একবার তোমাদের সব সব রেডি হয়ে যায় তাহলে কল আসতে বাধ্য আর যদি ঠিক ঠাক না থাকে তাহলে সময় আরেক্টূ বেশি লাগবে । তবে হতাশ হবার কিছু নাই চাকরি হবেই ।
এবার আরেকটু বলি ভাইভা নিয়ে । র্যাগ এর টাইমে ১০-১৫ সেকেন্ড এ যেমনে নিজের পরিচয় দিয়া দিতেন সিরিয়াল অনুযায়ী অমনে "Introduce yourself" "আপনার পরিচয় দিন" "নিজের সম্পর্কে কিছু বলেন" এই টাইপ প্রশ্নের উত্তর আজকেই বাসায় বসে লিখে ফেলেন , ফেইলা আয়নার সামনে দাড়ায়ে ২/৩ মিনিটে বলার ট্রাই করেন । লজ্জার কিয়াছে ? আমাকে এখনও ভাইভায় পরিচয় দেয়ার পর বলে যে মুখস্ত করে আসছেন নাকই, আমি নির্দিদ্ধায় বইলা দেই জি শ্যার । এতে এ্য ঊ্য এসব বদ অভ্যাস বাদ যাবে , শুনতে ভালো লাগবে। 
🙂
 কোম্পানি রিলেটেড পড়াশুনা কইরেন অবশ্যই । কেন আসতে চাও কত চাও সরকারি তে ইচ্ছা আছে কিনা হায়ার স্টাডিতে যাবা কিনা এগুলান এর উত্তর রেডি করে ফেলেন । ওনা রাও জানে কাউকে আটকায় রাখা যাবে নাহ তবুও মটীভ দেখতে চায় আপানর উত্তর বুঝতে চায় । আমার মতে ভাইভায় ইম্প্রেসন এমন হওয়া উচিত যে " জন্মই হইছে আপনার কোম্পানির জন্য" 
:3
 অগ্রিম শুভ কামনা সবার জন্য । সিনিয়ার রা ভুল ত্রুটি হলে ধরায় দিয়েন । আমার বন্ধুদের দেখেই অভিজ্ঞতা শেয়ার করলাম ।
একডেমিক লাইফ/ বেসরকারি বিস্ববিদ্যালয়:
আমি শুরুতে ইন্ডাস্ট্রি সাইড এ থেকে দেন মুভ করছি এদিকে । কিছু পার্সোনাল রিজনে আর হচ্ছে সরকারির প্রিপারেহসন নিব এটা ভেবে । তবে এটা ভাবার কোন দরকার নাই যে এখানে প্রেশার বলে কিছু নাই এখানেও প্রেশার আছে তবে তোমরা পড়ার টাইম পাবা মোটামুটি ভালোই ।
তিন ভাবে এপ্লাই করা যায় , বিডীজবস এ দেখে মেইল করে বা ওদের নিজস্ব ওয়েবসাইট, কাগজপত্র হাতে বা ডাকে পাঠিয়ে আর সিনিয়ার ভাই দের ধরে সিভি দিয়ে ।
লাস্টের টা বাদে বাকি সব গুলোতে এক্ষপেরিয়েন্স আছে । আমি টোটাল ১৯ টাতে এপ্লাই করেছিলাম এর মধ্যে কয়েকটাতে প্রথমার রিজেক্ট হই এক্সাম দিয়ে পরের বার হয়েছিলো (গ্রিনে আর ড্যাফোডীলে এ ) । কয়েকটাতে বন্ড এর জন্য বা অতিরিক্ত রেস্ট্রিকশন এ জন্য যাই নাই । কিছুতে আবার ডিপ্লোমা জন্য যাওয়া হয় নাই । আবার এক যায়গায় স্টুডেন্ট নিয়ে আসার টার্গেট এর কথা জানার পরে যাই নাই । ভাই বোনেরা যেখানেই যান ভালো ভাবে খোজ নিয়ে যাবেন । জাস্ট পাইলাম আর গেলাম এরকম চাইলে করতে পারেন প্রথম দিকে তবে সুইচ করার সুযগ থাকলে করবেন ।
করণীয় ঃ এপ্লাই করতে একাডেমিক সিভি কভার লেটার ভালো ভাবে রেডি করে রাখেন । নিজেদের ওয়েবসাইট এ করা এপ্লাই ব্যাতিত এনারা মেইল খুলেও দেখে নাহ, আমি ট্রাক করেই বলতেছি এরা হচ্ছে বড় জমিদার স্বভাবের ম্যাক্সিমাম রাই । তাই কাগজ সব প্রিন্ট দিয়ে রেডি করে রাখুন । হাতে হাতে যেয়ে দিয়ে আসা লাগবে সেটাও রেডি করে ফেলুন । মনে রাখা উচিত প্রয়োজন আপানর সো আপনাকেই দৌড়ানো লাগবে । ভাইভা দিবেন ডাক পাইলেন । স্যালারি নিয়ে এনারা কথা বলে কম ২৫-৬০ পর্যন্ত যায় স্যালারি । আপনি ওই ভার্সীটীতে জব করে এরকম কাউকে পেলে ভালো, না পেলে ছেড়ে দিছে এরকম কারো কাছ থেকে ভালো ভাবে শুনে নেন সব বিষয়ে । ভার্সীটির নিয়োগ গুলোন ম্যাক্সিমাম ফেয়ার হয় । সাধারণত এক্সাম ভাইভা
দিয়ে নিয়োগ অথবা এক্সাম ভাইভা ডেমো ক্লাস করে নিয়োগ । থিসিস থেকে প্রচুর জানতে চাবে । কেন এদিকে তা বুঝাইতে হবে বোর্ড কে । আর ভাইভা এমন হবে যেন আপ্নার জন্মই এই ভার্সিটীর জন্য , এর পর সোজা বিদেশ যাবেন , কই যাবেন তা পরেও ঠিক করা যাবে বাট বোর্ড এ এটাই নিয়ম , বোর্ড কনভিন্স তো আপনার চাকরি কনফার্ম । সিজিপিএ ৩. ৩ - ৩. ৮ বা ৩. ৫+ প্রেফার করে অনেকে । অনেকে বেশি সিজি ওয়ালা নেয় না অনেকে আবার কম সিজি ওয়ালা নেয় নাহ অনেকে । লেগে থাকেন এই লাইনে সফলতার হার বেশি কারণ প্রচুর মানুষজন হয় বাইরে যায় না হলে সরকারিতে যায় । আর চাইলে অনেকের মত লবিং করেও ঢুকে যেতে পারেন যদিও এমনটা না করাই শ্রেয় । আর যদি আপনার পাবলিক ভার্সীটে ঢোকার চান্স থাকে তাহলে শুরুতেই এম এস সি শুরু করে দিয়েন কাজে দিবে পরে । + চেষ্টা করলবেন প্রচুর এপ্লাই করতে ।
সরকারি/ ওটোনোমাস:
যদি ব্যাংক বা বিসিএস বাদ দেই কারণ এই দুই সাইডে আমার জ্ঞান একদম সীমিত, আশা করই কোন না কোন সিনিয়ার এ নিয়ে কথা বলবেন ।
ইইই মেকার ক্ষেত্রে পাওয়ার সেক্টর আর সাথে আর কিছু টেকনিক্যাল সেক্টর আছে অনেক লুকারেটীভ স্যালারি নিয়ে আবার সিভিল বা অন্যান্য দের ক্ষেত্রেও এরকম সার্কুলার আসে । আজকেই https://alljobs.teletalk.com.bd/ এ একাউন্ট খুলে ফেলেন । এদিক সেদিক দেখা বন্ধ করে হতাশ না হয়ে একদম টানা পড়েন । এই লাইনে রুলস খুব সিম্পল আর তা হইলো কচ্ছপের কামড় টাইপ । না হওয়া পর্যন্ত হার না মানা । মাঝে মাঝে অনেকের চাকরির খবরে লাভ রিএক্ট বাইরে যাওয়ার পোষ্ট উইল ইউ অল দা বেস্ট আর বিয়ের ছবির পোস্ট এ লাভ রিএক্ট দিয়ে আনফলো করতে হবে , হতাশ হয়ে গেলে আইডি ডীএক্টিভ করে অন্যান্য সিনিয়ার গুরুজনদের মত হারায় যাওয়া লাগবে, যদিও খুব টাফ হবে হুট করে এরকম বাট যে যত দ্রুত নিজেকে সব কিছু থেকে সরায় নিয়ে এক মনে কিছুদিন প্রিপ নিবে তার জন্য বেশিদিন কচ্চপের মত কামড়ায় থাকা লাগবে নাহ । অল্প কামড়েই বুয়েট বা মিষ্ট বা কুয়েট বা চুয়েট বা রুয়েট বা ডুয়েট ইত্যাদি ক্র্যাক করা যাবে তবে হতাশা আসবেই । কেউ আগে জয়েন করবে আর কেউ পরে । তবে এটাই জীবন যৌবনের একমত্র লক্ষ হওয়া উচিত নাহ । হাতে সুযোগ থাকলে লাইফে ডাইভারসিটী আনা উচিত । আমাকে আমার একজন ক্লোজ সিনিয়ার একটা কথা বলছিলেন " তার কাছেই শুনবা যে এখন আর তোমার প্রতিদন্ধী নাই মানে অলরেডি এই সেক্টর এ আছে বাকি সবাই আফাতত তোমার মতই কচ্ছপের কাপড় দিয়ে আছে জায়গা করে নেয়ার জন্য সো কেয়ারফুল" । আশা করি এই লাইনের ডীটেইলস বলার দরকার পড়বে নাহ । তবে হ্যাঁ সব সিনিয়ার ভাই বোনের সাথে সম্পর্কে ভালো রাখা লাগবে + তাদের কাছ থেকেও গাইডলাইন নেয়া লাগবে আর জীবইনের সবথেকে বড় গাইড লাইন আমার কাছে মনে হয় নিজেই নিজেরে দেয়া গাইডালাইন যেটাতে আসলেই আমি আমাকে বুঝতে পারি বা আমাকেই বুঝাইতে পারি । সেহরি করে লিখতেছি বানান ভুল হলে দুঃখিত ।
সবার জন্য শুভকামনা । আপনি কোথাও গেলে আপনার ব্যাচমেট কে সবার আগে টানার চেষ্টা করবেন । ব্যাচের সবাই ভালো যায়গায় গেলে ভালো করলে নিজের অনেক ভালো লাগবে । সবার জন্য দোয়া রইলো ।
আমার প্রথম চাকরি ছিল Doren পাওয়ার প্লান্ট এ যদিও যাওয়া হয় নাই । এর পর জয়েন করছিলাম কনফিডেন্স পাওয়ার প্লান্ট রংপুর এ । বেশিদিন চাকরি করা হয় নাই । এর পর আর বাংলা ট্রাক এর পাওয়ার প্লান্ট এ যাই নাই আর। ফার্মার মধ্যে হেলথকেয়ার আর ইন্সেপ্টায় ইচ্ছা থাকলেও আর যাওয়া হয় নাই । ভার্সীটীর মধ্যে গ্রিনে ছিলান লম্বা সময়, আর ড্যাফোডিল বা এনিউবি ঢাকা , সিটি, ঢাকা তে পরে আর যাই নাই । এর পর সব ছেড়ে ছুড়ে আফাতত বিএসসিসিএল এ আছি কর্মরত । দোয়া করবেন নিজের জন্য ও আমার জন্য ।
[added pictures only for reference in the first কমেন্ট]
জিকরুল সাঈদ
ইইই-2k15, কুয়েট
Nasim Mahmud, Maruf Ahsan and 261 others

Comments

  1. Thanks a lot, Vaia. This initiative is highly appreciated Masa-Allah.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Tutorials Download Link | Software Download Link

  ====================================================== BooKs ====================================================== Ebooks Collection : Click Here ====================================================== Tutorials ======================================================   All Useful Google Drive Links 300 TB Link – https://drive.google.com/drive/folders/1oCMgJeBc55NuEasPcgwjx2FuPdQd8neu Heaven 50TB – https://drive.google.com/drive/folders/1hxe7Des-ooQpamAtjyR7CX-k_hyqlQ7Q Plenty Of Udemy Courses – https://drive.google.com/drive/u/0/folders/1RDGY0Q3WBO_OE1gyImUn1W2ybFuFo6AQ 1.25 TB Course Collection – https://drive.google.com/drive/u/0/folders/1ASdn3H_kF_HsNswsQc4F3rh_PHmGNjKK DK English Books – https://drive.google.com/drive/u/1/folders/13NgYNawnbS3YqExM9Zi3y2YYSqyVr7Xd SAT Books & Past Exams – https://drive.google.com/drive/u/0/folders/14P77CHMXbErX19AUc5A05lEb_UcEAT8E Mixed Folder – https://drive.google.com/drive/folders/1DsvR68wjyT1WbNZb6tgzFep_3-hzecXm TKT Books – https://drive.g

Configure QUANTUM ESPRESSO Parallel execution Setup/Installation procedure

To install QE with Parallel:  extract QE download from [www.quantum-espresso.org] & Extract. goto inside qe-6.3 ................. Open a Terminal ..................... >> sudo apt-get update >> sudo apt-get upgrade >> sudo apt-get install gfortran >> ./configure >> sudo apt-get install openmpi-bin openmpi-doc libopenmpi-dev [you must have to install libopenmpi-dev or intel mpi  so that the mpi can communicate with processor otherwise it will be serial] >> ./configure  >> make all ...................... If after configuration if it shows ( ./configure ) Parallel environment detected successfully.\ Configured for compilation of parallel executables. For more info, read the ESPRESSO User's Guide (Doc/users-guide.tex). -------------------------------------------------------------------- configure: success Then ................................. Done ................................

WiFi randomly disconnected on Ubuntu 18.04 LTS

  I was having the same issue with bionic. First, I thought it was related to Qualcomm Atheros QCA6174 802.11ac Wireless Network Adapter, but even after updating it the signal continued to fluctuate. It appears to be related to the gnome's network manager. After switching to WICD, the wi-fi hasn't been unstable anymore (that was almost 4 months ago). [EDIT: Still no issues as of today 05/28/2019] Here are a few steps to apply this fix: Open up a Terminal and execute the following commands: First, install WICD: sudo apt install wicd-gtk Next, we uninstall NetworkManager: sudo apt remove network-manager-gnome network-manager After everything is confirmed to be working (best to check this after rebooting), you can remove config files for NetworkManager: sudo dpkg --purge network-manager-gnome network-manager (source  https://help.ubuntu.com/community/WICD  ) https://askubuntu.com/questions/1030653/wifi-randomly-disconnected-on-ubuntu-18-04-lts