বর্তমান দিনে আইপি/ইন্টারনেট কলিং সেবা অনেক পরিচিত। এই এপ গুলো থেকে ফ্রি একই এপ ব্যবহারকারিকে ফ্রি এবং সরাসরি ফোন/টেলিফোনে ৩৫/৪০ পয়সা মিনিটে কল করা যায়।
এরকম একটি এপ "আলাপ" যা বিটিসিএল এর (এন্ড্রয়েড/আইওএস/ব্রাউজার/ওয়েব ইন্টারফেস এ ব্যবহার করা যায়)
Android: https://cutt.ly/PxP38Er
Iphone: https://cutt.ly/pxP42BL
WebInterface: https://web.alaap.gov.bd/
আরেকটি এপ "ব্রিলিয়ান্ট কানেক্ট" যা ইন্টারক্লাউড এর
Android: https://play.google.com/store/apps/details?id=com.brilliant.connect.com.bd
Iphone: https://apps.apple.com/in/app/brilliant-connect-hd/id1605763630
এছাড়া আরো অনেক এপ আছে যেমন আ্যাম্বার আইটি আইপি ফোন, রিং ইত্যাদি
এসব এপ এ ফ্রি কল, ভিডিও কল, কনফারেন্স, কল রেকর্ড, ইন্সট্যান্ট মেসেজ, স্টোরেজ হিসাবে ডাটা রাখা, ভয়েস মেইল, বাইরের দেশে কল করা সহ আরো অনেক ফ্যাসিলিটি আছে।
দেশের ভিতরেই সার্ভার আর দেশের নেটওয়ার্ক এ কানেক্ট থাকার কারণে এসব সার্ভিস এ অল্প ডাটা/স্বল্প স্পীড এর ডাটা তেও অনায়েসে কথা বলা যায়।
Comments
Post a Comment