যখন আমি ছোট ছিলাম (মানে তখনো জানি না আসলে কি হয়) ভাবতাম যে ধরেন একটা অল্টারনেটরর (সহজ ভাষায় জেনারেটর/ ছোট বেলায় সাইকেলে লাগানো ডাইনামো ) এ আপনি মেকানিক্যাল শক্তি দিচ্ছেন মানে ঘুরাচ্ছেন, আর ইলেক্ট্রিক্যাল শক্তি পাচ্ছেন, তো ধরেন কোন কারনে আপনি আউটপুটে কোন লোড ই দেন নাই মানে ফাও ফাও ঘুরাচ্ছেন তাইলে আসলে এই ঘুরানোর মেকানিক্যাল শক্তি যায় কই ? আপনি ই না পড়ছিলেন শক্তির বিনাস নাই খালি রুপান্তর আছে ! আবার আপনি না পড়ছিলেন P = VI , তো কারেন্ট শুন্য হইলে পাওয়ার ও শুন্য হয়ে যাবার কথা না ? তাইলে এত পাওয়ার যায় কই
আমি জানি এই টাইপ অদ্ভুত জিনিস নিশ্চই আমি একাই ভাবি না

আবার ধরেন একটা ইয়া বড় ট্রান্সফর্মার এর প্রাইমারিতে তে সাপ্লাই দিয়া দিব্বি সেকেন্ডারি খুইলা ঘুইরা বেড়াচ্ছেন, বেড়াতেই পারেন । আবার আপনি ই না পড়ছেন ট্রান্সফর্মার হইতেছে পাওয়ার কে ট্রান্সফার করে মানে যা দিবেন ঘুইরা ফিইরা তাই পাবেন তাই না ? পড়ানোর সময় কিন্তু আমদের ই শেখানো হয় V1/V2 = I2/I1 , মানে কি I2=0 হইলে I1=0 তাই না কি ?
কেমনে কি তাইলে কি ০/০ ??

হয় আমাদের পুথিগত শিক্ষায় আর প্রাক্টিক্যাল শিক্ষায় তফাত থাকে তাই আমরা এসব ভাবিও না কখনো জানার চেষ্টাও করি না কারন এসব পরিক্ষার খাতায় লিখতে হয় না

এরকম অসংখ্য প্রশ্ন আমাদের মাঝে থেকে যায় যার উত্তর আমরা পাই না বা পাবার আগ্রহ হারায় ফেলি একটা সময় পর , কারন আমরা যা পছন্দ করি তা শেখার সুযোগ কম পাই আর যা পছন্দ করি না তাই শেখার জন্য অফুরন্ত সময় থাকে ।
এসব প্রশ্ন এমনি যে আপনি কাউকে জিজ্ঞাস করলেও হাসবে আবার কাউকে আস্ক না করেও শান্তি পাবেন না, অনেকে হয়তো গুগল করেই উত্তর খোজে , আবার অনেকের কাছে এসব সময়ের অপচয় ।
আসলেই ভাবেন তো শক্তি গুলান আসলে যায় কই ?

আসলে কোথাও যায় । শক্তি ই যা দেই তাই খরচ হয়ে যায় লাইক এরকম যে সাইকেলে ডায়নামো লাগায়ে তার সাথে লাইট এর সংযোগ খুলে দিলে সহজে ডায়নামো টা ঘোরানো যাবে মানে শক্তি শুধু ঘোরাতেই খরচ হবে আবার
ট্রান্সফর্মার এর সেকেন্ডারি ওপেন মানে ঐটা ট্রান্সফর্মার ই নাই জাস্ট একটা আকাইম্মা ইন্ডাক্টর

কিন্তু এই উত্তর গুলান না আমরা বই এ পাই সরাসরি না আমরা কাউকে জিগাইতে পারি , এরকম হাজার টা প্রশ্ন রেখেই আমাদের শিক্ষা টা শেষ হয় আর শিক্ষা টা শেষ করে এসে পড়তে হয় নেপলিয়ান এর দাদার বাবা কবে কোথাও জন্ম গ্রহন করেছিলেন ? হাসি পায় নাকি ??
কিন্তু ঐ যে যা আপনার পড়তে খারাপ লাগবে সেটার জন্যোই আপনি পাবেন অফুরন্ত সময়
হঠাত করে মনে হইলো অনেক প্রশ্নের মত এই দুইটা প্রশ্ন প্রায় সময় ই মাথায় ঘুরতো আর কি । অনেকেরি হয়তো ঘোরে এখনো আমার মত 


Comments
Post a Comment