All Post in One page | | Sorted by Label EEE Electronics | Circuits Materials | Nano Technology Apps | Software Coding Tutorials LINUX-UBUNTU WINDOWS Machine Learning Books Info Data PDF My Diary আমার-বইপড়া
কোন এক কালে আমি গ্রীনে চাকুরি করতাম তখন যখন সিটি ক্যম্পাস এ আসতাম (মিরপুরে) তখন মনে হইতো ঢাকার একটা আস্ত চলন্ত বস্তি রাস্তার দুই ধারে । জাস্ট মেট্রো আসার সাথে সাথে এখন তা অন্য শহরে পরিণত হয়েছে। আপনারা যারা কখনো চলাচল করেছেন তারা খেয়াল করলে দেখতে পারবেন , কুড়িল থেকে মগবাজার (মৌচাক) পর্যন্ত আর একটা চলন্ত আস্ত বস্তি রয়েছে এখন । এই রোডটা পুরাটাই একটা বাজার বা ঝুপড়ি বাজার , সাথে পুরা রোডটাই একটা বাস স্টপেজ । সবাই তার নিজের বাপ-দাদার সম্পত্তি দিয়েছে রাস্তা বানাতে , ভাই দুই মিনিট পরে নামা বা ওঠা যাবে নাহ একদম বাসার সামনেই নামা লাগবে , আজকে তো একজন রিতিমত বাসে ঝগড়া শুরু করে দিয়েছে যে সামনে নামায় দিলো কেন! আচ্ছা দেখেন একটা রোডের ফুটপাত দখল যেসব দোকান পাট আর শপিংমল আছে তাদের হাতে , যদিও ব্রাকসহ অনেকে ভালো কিছু যায়গা ছেড়েছে তবে তা নিতান্তই সামান্য , মোটাদাগে পুরা ফুটপাত টা দখলে এইসব লোকজনের দোকানের শাটার আর ফ্রটপেজ হিসাবে , তো যখন ফুটপাত পাবিলিক এর দখলেই আগেই জমিদার রা দখল করে নিয়েছে তখন পাবলিক (ফুটপাতে যারা দোকান করে থাকে) তারা কই যাবে ? তারা রাস্তার ২০% খেয়ে দিছে দোকান বসায়ে , কুড়...