#লাইট_সমাচার
চলেন আজকে খুব মজার একটা বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করি ।
শুরুতেই বলে নেই , সকলের বোঝার সুবিধার জন্য অনেক ফ্যাক্ট ইগনোর করে ইন জেনারেল চিন্তা করি ।
তো বিষয় টা হচ্ছে , বাসার রুমে কত ওয়াট কয়টা কি টাইপ বাত্তি লাগানো দরকার বা উচিত ।
আসলে কেন জরুরি ? এর ভালো উত্তর গুগল দিতে পারবে । খোজার সময় না থাকলেও একটু খানি খুজে দেখেন , চোখ কপালে না উঠলেও বুঝতে পারবেন কেন ।
এখন আসি কাজের কথা , আমি নিজেই দোকান এ গেলে আগে একটা এল ই ডি লাইট কিনতাম আর চলে আসতাম মাঝারি ওয়াট এর কারন বিল + টাকা বাচাতে , সত্যি কথা বা কোন কোণ ক্ষেত্রে দোকানদার যা দিত তাই নিয়ে আসতাম । চলুন নিজের চোখ দুইটারে বাচাতে কয়েক মিনিট সময় দেই ।
আসল কাহিনি হচ্ছে লুমেন এ । (the SI unit of luminous flux, equal to the amount of light emitted per second in a unit solid angle of one steradian from a uniform source of one candela ) একটু পেইন দিলাম সংজ্ঞা টা লেখে । ইগ্নর করেন এইটা ।
তো বাসার জন্য লাইট কিনতে যেয়ে ১০, ১২, ১৬ ,১৯ ওয়াট পর্যন্ত ই দোকানি অফার করলো । আজকে একটু সময় দিইয়েছিলাম গরু খোজায় :p
আমি যেয়ে ২০ এর পরে কি কি আছে তাই নিয়ে কিছুক্ষন দেখার পর যখন একটা ২৪ ওয়াট নিলাম ঠিক করলাম তখন দোকানি একটু অবাক হলো এইডা তো অনেক বেশি ! বসায় এত দরকার হয় নাকি ??!!
আচ্ছা আসলেই কি অনেক বেশি ? আমি ওনাকে বললাম , আজকে নিয়ে যাচ্ছি আরেকদিন এসে আপনাকে হালকা একটা যোগ বিয়োগ দেখাবানি ।
তো গল্প বাদ দেই , কাজের কথায় আসি ।
যদি উচ্চতা আর অবস্থান ইগনোর করি (সাধারনত ৭-৯ ফুট উচ্চতা আর বেশির ভাগ ই সিলিং/ টপ পজিশন এ থাকে ) হিসাবের সুবিধার্থে ।
তো ধরেন রুম টা ১৩ x ১২ ফিট ( দৈর্ঘ্য আর প্রস্থ ) তাহলে হিসাবে আসে = ১৫৬ স্কয়ার ফিট ।
তো সধারন হিসাবে বেড রুম বা থাকার রুমে প্রয়োজন হয়ে থাকে ১০-২০ লুমেন প্রতি স্কয়ার ফিট এ ।
সে হিসাবে আপনার দরকার (১৫৬*১০-১৫৬*২০) ১৫৬০ - ৩১২০ লুমেন ।
লুমেন সব বাল্ব এই দেয়া থাকে , একটু খেয়াল করলেই পাবেন , সরাসরি লুমেন (যেমন এনার্জিপ্যাক এ) , পার ওয়াট হিসাবে (যেমন সুপারস্টার এ ) । একটু কষ্ট করে হিসাব করে নিলেই পাবেন ।
তো আমি আসলে কত লুমেন ব্যবহার করবো রুমে , আমি মিনিমাম বা ম্যাক্সিমাম এর থেকে গড় ইউজ করতে উধুদ্ধ করতে দেখেছি অনেক টেকনিক্যাল পার্সন এর নোট এ , তাই এটা হবে আমার জন্য ১৫৬*১৫ = ২৩৪০ লুমেন ।
তো কাজের কথায় আসি , এনার্জি প্যাক যা দেয় তাতে ১১০ লুমেন প্রতি ওয়াট এ আর সুপারস্টার ৯০ লুমেন প্রতি ওয়াট এ ।
তো আমার এনার্জি প্যাক এর একটা ২১ ওয়াট বা সুপার স্টার এর ২৬ ওয়াট লাগবে রুমের জন্য ।
তো আমি দেখলাম এনার্জি প্যাক এর ২৪ ওয়াট দিচ্ছে ২৬৪০ লুমেন তাই এটাই নিয়ে আসলাম , রিকুয়ার্ড এর থেকে একটু বেশি ।
বিদ্যুত খরচ কিন্তু ওয়াট রেটীং এর জন্য আসে (ও আচ্ছা পাওয়ার ফ্যাক্টর ১ এর কাছা কাছি হলে ভালো হয় , কারন বললাম না , যেমন এনার্জি প্যাক এর ক্ষেত্রে ০.৯ আর সুপারস্টার এর মধ্যে ০.৫ আমি যেটা দেখেছিলাম আর কি । কেন পাওয়ার ফ্যাক্টোর ১ ভালো একটু দেখে নিয়েন গুগল থেকে )
তো শোনেন আমি শুধুই কম্পেয়ার করলাম যা যা দেখেছি তাই থেকে , কারো প্রচারনা কইরা আমার কি লাভ , যা সত্য তাই লিখছি বিশ্বাস না হইলে নিজেও দেখতে পারেন ।
আচ্ছা কিছু বুঝলেন নাকি মাথা ঘুরতেছে ?? তাহলে শোনেন নিচে আমি কয়েকটা চার্ট এড করেছি । কত দরকার , সচরাচর কত থাকে লুমেন এ ।
চেষ্টা করেন লুমেন টা ঠিক রাখতে , বাসায় ছোট বাচ্চা থাকলে বা পড়াশুনা করে এমন কেউ থাকলে একটু দেখে কিনিয়েন , আপনার একটু সময় হয়তো অনেক উপকারে আসবে অপর জনের ।
আমার মত যারা অতিরিক্ত আলোয় (টেবিল ল্যাম্প ) এ পড়ে চোখের ১২ টা বাজাইছেন তারাও একটু পারলে চেঞ্জ করতে পারেন অভ্যাস কাজে দিবে ।
তো সার সংক্ষেপ এ আসি ,
১। প্রথমে বাসার রুমের এরিয়াটা হিসাব করে নেন , কেউ না কেউ জানবেই বাসার , মাপার দরকার নাই ( স্কয়ার ফিট হলেই হবে )
২ । রুম না বাথ্রুম না ডাইনিং এসবে কত লুমেন প্রতি স্কয়ার ফিটে লাগানো উচিত নিচের চার্ট বা অন্য কোন রেফারেন্স থেকে দেখে নিন
৩ । কত লুমেন প্রয়োজন সে হিসাবে বাজার থেকে বাত্তি কিনে আনেন , আলোর কমতি রাখা উচিত না । অনেকে আবার দেখি ইভেন আমিও ওয়াশরুম এ ৩/৫/৯ ওয়াট এনে লাগায় দেই , বিল বেশি উঠবে তাই ? নাকি খরচ বেশি ? আসলে বিল বেশি হবে না কারন সাময়িক ইউজ হবে এটা আর খরচ তো একবার ই হবে । তো প্রয়োজন অনুযায়ি ইউজ করেন ।
৪। এক্সাক্ট না পেলে সামান্য বেশি লাগাতে পারেন কারন হচ্ছে বাতি গুলান কিছুদিন ( ১-২ বছর ) পর একটু স্তিমিত হতে থাকে আপনি তাইলে কিছুদিন পর কিছু কম আলো পাবেন তাতেও দিব্যি হয়ে যাবে ।
৫। তো এল ই ডি র কথা কেন বলছি ? কারন বিদ্যুত সাশ্রয়ী না শুধু বরং টেকশই ও তবে আপনি চাইলে CFL বা Tube Light ও লাগাতে পারেন তবে লুমেন এর ক্যাল্কুলেশন টা করে নিয়েন , আপনার সামান্য ক্যাল্কুলেশন অনেকের চোখ দুইটা রক্ষা করবে । ভুক্তভোগি আমার মত অনেকে তাই বললাম আর কি । ( ২৪ ওয়াট একটা বাত্তি প্রায় ৪১ ঘন্টা টানা জ্বললে ১ ইউনিট বিল আসে তো সাশ্রয়ী নয় কি ? ) পারলে বাজারে পাওয়া সস্তা এল ই ডি নেয়া থেকে বিরত থাকুন , এগুলান এর এল ই ডি গুলান খুব ই দ্রুত বার্ন আউইট হয়ে ফ্যাকাশে হয়ে যায় ।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ , ভুল হলে ধরায় দিয়েন । একদম এক্সাট ক্যাল্কুলেশন এ না গেলেও সামান্য বেসিক টুকু করে নিয়েন ।
- জিকরুল সাইদ
Comments
Post a Comment